বু‌দ্ধিপ্র‌তিবন্ধী কি‌শো‌রী মা হ‌লেন

S M Ashraful Azom
0
বু‌দ্ধিপ্র‌তিবন্ধী কি‌শো‌রী মা হ‌লেন
সেবা ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী কন্যাসন্তানের মা হলেও পিতার পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বুধবার সকালে উলিপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কন্যাসন্তানের জন্ম দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা চাচিয়ারপাড় গ্রামের দিনমজুর মহিজল হকের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী কন্যা (১৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠে প্রতিবেশী মোনাল মিয়ার পুত্র হযরত আলীর (২১) বিরুদ্ধে।

এ ঘটনায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় একাধিকবার সালিশ  বৈঠকে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্তের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর পিতা বাদী হয়ে গত ১৬ই জুলাই থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ অভিযুক্তের পিতা ও বড় ভাইকে আটক করে। মামলা দায়েরের আড়াই মাস পর ওই কিশোরী বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যাসন্তান প্রসব করে। তবে সদ্য ভূমিষ্ট সন্তানের পিতৃ পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় এনজিও এমজেএসকেএস-এর প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান জন্ম নেয়া কন্যাসন্তানের জন্য ২টি তোয়ালে, সাবান ও নতুন জামা-কাপড় উপহার দেন।

উল্লেখ্য, গত ২৮শে সেপ্টেম্বর ওই এলাকার কিশোর-কিশোরী দলের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি করা হয়। ধর্ষিতা বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীটিকে সার্বিক সহযোগিতা করে আসছে এনজিও মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির সিজিবিভি প্রকল্প। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ডিএনএ পরীক্ষার পরেই পিতৃপরিচয় পাওয়া যাবে। মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top