
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে কাঠমিস্ত্রি রহমতুল্লাহ (৪০)। সে ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের আইজল শেখের ছেলে। ২০ অক্টোবর সকালে তার নিজবাড়ি থেকে প্রায় ৩ কি: মি: পূর্ব দিকে ঝিনাইনদীর তীরবর্তী চর চন্দ্রা গ্রামের চারণ ভূমির একটি ঘামাইর গাছের ডালের সাথে ঝুলন্ত মৃত দেহ দেখে পুলিশে খবর দেয়।
ইউপি সদস্য লালন শেখ ও স্থানীয়রা জানিয়েছেন রহমতুল্লাহ একাধিক বিয়ে করায় পারিবারিক কলহ চলছিল। আগের দুই স্ত্রী ও ৩ সন্তানকে রেখে আরেক বিয়ে করে। এ ব্যাপারে দ্বিতীয় স্ত্রী খালাতো বোন সাবিনা আদালতে মামলা দায়ের করেছে।
পিতা আইজল শেখ জানান-গত শনিবার ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ভাবকী বাজারের বাস স্ট্যান্ডে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে মৃত দেহ পাওয়া যায়।
অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-আত্মহত্যার স্থানটি জামালপুর সদর থানার আওতায়। সেজন্য সদর থানা পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে। সদর থানার ওসি সালেম উদ্দিন জানান-হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।#
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।