
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: কালো বাজারে বিক্রিকালে শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকভর্তি সরকারি চালসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারটারর দিকে উপজেলার নন্নী বাজারের একটি গুদাম থেকে ট্রাকে ভর্তি করার সময় এসব চাল আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা নন্নী বাজারে অভিযান চালায়। এ সময় স্থানীয় নান্নু মিয়ার ভাড়া দেওয়া গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের সরকারি চাল সরকারী সীলকৃত বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরে ট্রাকে লোড করে। পরে গন্তব্যে রওয়ানা হওয়ার সময় ডিবি পুলিশ ট্রাকটির গতিরোধ করে তল্লাশী চালায়। এতে ওই ট্রাক থেকে ৪২ বস্তা চাল আটক করে। পরে ওই গুদামে তল্লাশী করে সরকারি সিলমোহরের ৮০ টি খালি বস্তা জব্দ করা হয়। আটক ট্রাক নম্বর- ঢাকা মেট্রো ট-১৪-৮৬০৫।
ট্রাক ভর্তি চাল আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি মোখলেছুর রহমান জানান, ৩০ কেজি ওজনের ৮০ টি বস্তা খালি করে সাধারণ ৪২ টি বস্তায় চালগুলো ভরে কালো বাজারে বিক্রির জন্যে নিয়ে যাওয়ার সময় চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানা যাবে জানান তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।