
জামালপুর সংবাদদাতা : "দক্ষ যুব গড়তে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরে জাতীয় যুব দিবস পালিত হয়।
এ উপলক্ষে ১ নভেম্বর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। র্যালিটি তমালতলা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক মোঃ এনায়েত করিম। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর পুলিশ সুপার (উপ-পরিচালক) মোঃ তোফায়েল আহমেদ মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুলাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাছির উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী প্রমুখ।
এছাড়াও সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম খান, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, ন্যাশনাল সার্ভিসের কর্মী পারুল আক্তার, লুৎফর রহমান, সফল যুব সংগঠক আনোয়ারা বেগম, খোরশেদ আলম, নকশীকাঁথা প্রকল্পের সফল আত্মকর্মী মাসুদা আক্তার লিজাসহ অন্যান্য অতিথি বৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে হিজরা মানব কল্যাণ সংস্থার সভাপতি কেয়া আক্তার মুন্নীকে সম্মাননা স্মরণ প্রদান করা হয়।
এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলাতেও পৃথক কর্মসূচি পালিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।