
বাঁশখালী সংবাদদাতা, (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামে প্রধান সড়কের পাশে জেলা পরিষদের পানি নিস্কাশনের খাল দখল করে বিল্ডিং কোড অমান্য করে পার্শ্ববর্তী বাড়ির সীমানা প্রাচীর ভেঙে বহুতল ভবন নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সৌদি প্রবাসী মোঃ মফিজ নামের জনৈক ব্যক্তি এ ভবন নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্থদের পক্ষে বাঁশখালী উপজেলা নিবার্হী অফিসার বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আমলে উপজেলা প্রকৌশলীকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের মোঃ মফিজ নামের প্রবাসী এক ব্যক্তি জেলা পরিষদের পানি নিস্কাশনের খাল ও প্রধান সড়কের পাশে কিছু জায়গা ক্রয় করে। ক্রয়কৃত জায়গা সম্প্রতি বিল্ডিং কোড অমান্য করে ভবন নিমার্ণ করে। অভিযোগ উঠেছে কোন প্রকৌশলীর নকশা ছাড়াই বিল্ডিংটি নিমার্ণ করা হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী রোকসানা বেগম নামে এক বিধবা মহিলার মালিকানাধীন জায়গার সীমানা প্রাচীর ভেঙে ওই ভবন নিমার্ণ করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে বাঁধা দেয়া হলেও তারা সেই বাঁধা উপেক্ষা করে নিমার্ণ কাজ চালিয়ে যায়। এই নিয়ে স্থানীয়ভাবে সালিশী বৈঠকও অনুষ্ঠিত হয় বেশ কয়েকবার। সর্বশেষ মঙ্গলবার সকালে প্রতিকার চেয়ে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ রোকসানা বেগম।
এ ব্যাপারে নির্মিতব্য ভবনের মালিক মো. মফিজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভবন নিমার্ণের ফলে সীমানা প্রাচীরটির কিছু অংশে ক্ষতিগ্রস্থ হওয়ায় তা ভেঙে ফেলা হয়েছে। ওই সীমানা প্রাচীর আমি পুনরায় নিমার্ণ করে দেব। জেলা পরিষদের পানি নিস্কাশনের খাল দখল সম্পর্কে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
স্থানীয় বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন বলেন, জেলা পরিষদের পানি চলাচলের একমাত্র খালটি দখলে নিয়েছে বিভিন্ন ব্যক্তি। ভবনটি জেলা পরিষদের জায়গার উপর নির্মিত হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাঁশখালী উপজেলা নিবার্হী অফিসার মোমেনা আক্তার অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা প্রকৌশলীকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।