শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যান সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রৌমারী উপজেলার কর্মরত সাংবাদিকরা।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রসাশনের কার্যালয়ের সামনে রৌমারী উপজেলার সাংবাদিকরা এ মানববন্ধন করেন।
মানবন্ধনে বক্তারা বলেন, যেভাবে যে সময় ও যে স্থানে তুহিনকে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়ার নয়। অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।
আরও পড়ুন:
এটি মানবতার পরাজয়। দেশের জন্য শুভ লক্ষণ নয়। মানুষ এখন আতঙ্কিত। দ্রুত এ হত্যাকান্ডের বিচারের পাশাপাশি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,দৈনিক সমাকালের উপজেলা প্রতিনিধি জিতেন চন্দ্র দাস, দৈনিক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তারা, দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি শওকত আলী মন্ডল, দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি শাহাদত হোসেন, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি সাদিক হোসেন, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু, দৈনিক কালের কন্ঠ রৌমারী ও রাজিবপুর উপজেলা প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন সাখা, দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি নাজিম আহমেদ, এনটিভি অনলাইন উপজেলা প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, এশিয়ান টিভি রাজিবপুর ও রৌমারী উপজেলা প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদ, সাংবাদিক আক্তারুজ্জামান আক্তার, দৈনিক মানবজমিন রাজিবপুর উপজেলা প্রতিনিধি আলতাফ হোসেন, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি ইয়াসিন আরাফাত নাহিদ, দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক নাজমুল আলম, আবু সাঈদ কাকন, দৈনিক স্বদেশ প্রতিদিন উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, নন্দিত অনলাইন টিভি উপজেলা প্রতিনিধি ইউনুস আলী, সাংবাদিক সাইফুল ইসলাম, লিটন সরকার, শাহার আলী, আব্দুল খালেক, জহুরুল ইসলাম ও সুখ বাদশাহ, আবু কায়ছার লেবু, আবু সায়েম, হুমায়ুন কবীর, রবিউল ইসলাম নয়ন প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।