
সেবা ডেস্ক: নিজ মায়ের জন্য ‘হ্যান্ডসাম’ পাত্র খুঁজতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিজ্ঞাপন দিয়েছেন আস্থা ভারমা নামে ভারতীয় এক তরুণী।
গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে তিনি বলেন, আমার মায়ের জন্য ৫০ বছর বয়সী হ্যান্ডসাম পুরুষ খুঁজছি! পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনও মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে।
আইনের ছাত্রী ওই তরুণীর টুইটের পরপরই সেখানে রীতিমতো কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই মা ও মেয়েকে সাধুবাদ জানিয়েছেন।
আবার অনেকেই বলেছেন, তারা পাত্র খুঁজতে কোনো ঘটক বা বিবাহ-এজেন্সির কাছে যাননি কেন?
এর জবাবে মেয়েটি জানিয়েছেন, তারা গিয়েছিলেন। এমনকি এর জন্য টিন্ডারও ব্যবহার করা হয়ে গেছে। তবে, তাতে আশানুরূপ ফল মেলেনি। তাই, বাধ্য হয়েই টুইটারের শরণাপন্ন হতে হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।