
সেবা ডেস্ক: সুবহানাল্লা-হি ওয়া বিহামদিহি, সুবহানাল্লা-হিল আজিম। বাংলায় মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তাঁর জন্য, মহাপবিত্র আল্লাহ, যিনি মহান।
হযরত আবু হুরায়রাহ্ (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, দু’টি খুব সংক্ষিপ্ত বাক্য যা বলতে সহজ অথচ নেকির পাল্লা ভারী এবং আল্লাহর নিকট পছন্দনীয়, তা হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম’। (বোখারি : ৬৪০৪; মুসলিম : ২৬৯৪)।
আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে লোক সকালে ও বিকেলে একশত বার সুবাহানাল্লহি ওয়া বিহামদিহী বলে কিয়ামতের দিন তার চাইলে উত্তম (আমালকারী) আর কেউ হবে না। তবে যে লোক তার ন্যায় কিংবা তার চাইতে অধিক পরিমান তা বলে সে উত্তম ‘আমালকারী বলে গণ্য হবে। (মুসলিম, তিরমিজি)
জাবির (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী’ পড়বে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। (তিরমিযী)
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।