থানার পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে: আইজিপি

S M Ashraful Azom
0
থানার পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে আইজিপি
সেবা ডেস্ক: থানায় কর্মরত অফিসারদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে থানার সেবার মান বাড়ানো সম্ভব। এ বিষয়টি মাথায় নিয়ে জনগণকে অধিকতর আইনি সেবা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশের সকল থানার মোট ৬৯২ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পর্যায়ক্রমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন। এ কর্মশালায় মোট ৭টি সেশনে পিআরবি, সিডিএমএস, তথ্য সংগ্রহ, পুলিশের ইমেজ বৃদ্ধি, পুলিশ মিডিয়া সম্পর্ক, গুজব, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এ কর্মশালায় বলেছেন, পুলিশকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে। তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। তাদেরকে দ্রুততম সময়ে সেবা প্রদান করতে হবে। তিনি পুলিশকে জনগণের কাছে যেতে এবং জনগণের পুলিশ হতে নিদের্শনা দেন।
আইজিপি আজ মঙ্গলবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মশালায় এ কথা বলেন।

তিনি বলেন, থানা হলো পুলিশি সেবা প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

বাংলাদেশ পুলিশকে গণমুখী তথা জনগণের পুলিশে পরিণত করাই এ কর্মশালার লক্ষ্য।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top