আজ দুপুরে নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

S M Ashraful Azom
0
আজ দুপুরে নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ
সেবা ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের উদ্দেশ্যে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে রোববার সন্ধ্যায় বাসস এ তথ্য জানিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়মিত ফ্লাইট (বিজি-৭১) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবে।

ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। নেপাল সফরের সময় রাষ্ট্রপতি মেরিয়ট কাঠমান্ডুতে অবস্থান করবেন।

সফরে রাষ্ট্রপতি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের সম্মানে ভোজসভার আয়োজন করবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপার্সন ও পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া রাষ্ট্রপতির নেপালের বেশ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পোখারা এবং কাঠমান্ডু ভ্যালিতে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতির ১৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top