
সেবা ডেস্ক: বাংলাদেশ ব্যাংক তফসিলী ব্যাংকগুলোকে ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি ও ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকে আনার লক্ষ্যে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফিস চার্জ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে সেভিংস একাউন্টে গড়ে ১০ হাজার টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ফিস কর্তন না করার নির্দেশ দেয়া হয়েছে। যা এতদিন পাঁচ হাজার টাকা পর্যন্ত স্থিতি সার্ভিস চার্জমুক্ত ছিল।
এছাড়া, বিবি তফসিলী ব্যাংকগুলোকে কারেন্ট অ্যাকাউন্টগুলোয় প্রত্যেক ছয় মাসে ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেভিংস অ্যাকাউন্টসে গড়ে জমাকৃত ১০ হাজার থেকে ২৫ হাজার টাকায় সর্বোচ্চ ১০০ টাকা, ২৫ থেকে দুই লাখ সর্বোচ্চ ২০০, দুই লাখ থেকে ১০ লাখে সর্বোচ্চ ২৫০ ও ১০ লাখে সর্বোচ্চ ৩০০ টাকা কর্তনের নির্দেশ দেয়া হয়েছে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।