ধুনটে লটারীতে কৃষকের ভাগ্য নির্ধারন

S M Ashraful Azom
0
ধুনটে লটারীতে কৃষকের ভাগ্য নির্ধারন
রফিকুল আলম,ধুনট, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যে লটারীর মাধ্যমে উপকারভোগী কৃষক নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উক্ত লটারী অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা উক্ত লটারীর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিঃদায়িত্ব) সেকেন্দার রবিউল ইসলাম, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী খাদ্য পরিদর্শক (গোসাইবাড়ী) তরিকুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান।

উল্লেখ্য, চলতি মৌসুমে  ধুনট উপজেলায় ১ হাজার ৭৭০ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এ লক্ষ্যে ১ হাজার ৭৭০জন কৃষকের কাছ থেকে ১ মেট্রিকটন করে ধান সংগ্রহ করা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top