
সেবা ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী মারা গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের ১১তম প্রধান বিচারপতি।
রোববার সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসায় মারা যান তিনি। তিনি ছিলেন বিচার বিভাগ পৃথকীকরণ মামলার একজন বিচারপতি।
২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি লতিফুর রহমানের অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মাহমুদুল আমিন চৌধুরীকে দেশের ১১তম প্রধান বিচারপতি নিয়োগ দেন। ২০০১ সালের ১ মার্চ তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৭ জুন অবসরে যান।
১৯৮৭ থেকে দীর্ঘ কাল তিনি বাংলাদেশের উচ্চ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছেন। তৎপূর্বে তিনি ১৯৬৩ থেকে ১৯৮৭ পর্যন্ত তিনি আইনপেশায় নিযুক্ত ছিলেন।
সাবেক বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ১৯৩৭ সালে জন্ম গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।