বাংলাদেশে অর্থনৈতিক-সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে চায় কসোভো

S M Ashraful Azom
0
বাংলাদেশে অর্থনৈতিক-সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে চায় কসোভো
সেবা ডেস্ক: বাংলাদেশের সঙ্গে কসোভো অর্থনৈতিক সম্পর্ক তৈরি করার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চায় বলে জানিয়েছেন দেশটির ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত গানার ইউরেয়া।

রোববার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গানার ইউরেয়া সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান। এ সময় অন্যতম নবীন এ দেশের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, পর্যটন প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশের সংস্কৃতির উপাদানগুলো গ্রহণের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরো সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে এরইমধ্যে ৪৪টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু রয়েছে।

তিনি জানান, শিগগিরই আরো বেশ কয়েকটি দেশের সঙ্গে এ চুক্তি হবে। সে অনুযায়ী সাবেক যুগোশ্লাভিয়ার অন্তর্ভুক্ত বলকান দেশ কসোভোর সঙ্গেও সাংস্কৃতিক চুক্তি সই করতে চাই। সে লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হবে।

কসোভোর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা অর্থনৈতিক সম্পর্ক তৈরির পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধি করতে চাই। সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু করতে চাই। এছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, জাদুঘর ও গ্রন্থাগার ব্যবস্থাপনা ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি।

সাক্ষাতের সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব  মো. ফাহিমুল ইসলাম, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার ও ঢাকার কসোভো দূতাবাসের নির্বাহী সহকারী আখন্দ সুরিদ উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top