কেমন যাবে এ মাসের আবহাওয়া

S M Ashraful Azom
0
কেমন যাবে এ মাসের আবহাওয়া
সেবা ডেস্ক: ইংরেজী সনের শেষ মাস ডিসেম্বর। এ মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানায়, এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে মাঝারি ধরনের কুয়াশা পড়তে শুরু করেছে।  চলতি মাসের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ শৈত্যপ্রবাহে ৮ থেকে ১০ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসে পারে।

জানা গেছে, ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। কিন্তু মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকতে পারে।

এ মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন বা মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি বা হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া ডিসেম্বরে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে এবং দেশের কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানা গেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top