
সেবা ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে জনপ্রিয় সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই নাটকের জন্য তুমুল সাড়াও পেয়েছেন এ অভিনেত্রী।
এছাড়া নাটকের পাশাপাশি কিছু চলচ্চিত্রেও দেখা গেছে ফারিয়াকে। তার অভিনীত চলচ্চিত্র ছিলো ‘দেবী’। এছাড়া ‘কে হবেন মাসুদ রানা’ রিয়েলিটি শো-তে বিচারক ছিলেন অভিনেত্রী। যদিও এই শো-এর মাধ্যমে অনেক আলোচনার থেকে সমালোচনাই বেশি শুনতে হয়েছে তাকে।
এ প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে দেশি একটি দৈনিককে তিনি বলেন, মাসুদ রানার রেসপন্স খুবই খারাপ ছিল। আমি ভেবেছি, যারা এখান থেকে নির্বাচিত হবে, তারা আমার সহশিল্পী হবে। তারপরও যে পরিমাণ সমালোচনা হয়েছে, আমার মনে হয়েছে সেটার জন্য আমি দায়ী নই।
তিনি আরো বলেন, অন্য কারো ভুলের ভার আমাকে নিতে হয়েছে। আমি আর কখনো, কোনো দিন, জীবনেও কোনো রিয়েলিটি শো-র বিচারক হব না।
শবনম ফারিয়া বর্তমানে ব্যস্ত আছেন বকুলপুর ও ফ্যামিলি ক্রাইসিস সিরিয়াল নিয়ে। এছাড়া তৌকীর আহমেদের পরিচালনায় নতুন সিরিয়াল শুরু করেছেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।