পলাশবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা ইবিএল ইটভাটায় পানি অভিযান

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা ইবিএল ইটভাটায় পানি অভিযান
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে পলাশবাড়ীতে অবৈধ ইটভাটার সংবাদ প্রকাশের পর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় অবশেষে জেলা প্রশাসকের নির্দেশে ইএলবি ইটভাটা পানি দিয়ে আগুন নিভে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

আজ ১১ ডিসেম্বর বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে আবাদি জমি উপরে ও বসতবাড়ীর পাশে অবৈধভাবে গড়ে উঠা জিল¬ুর রহমান গোপাল এর মালিকানাধীন ইএলবি ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল হোসেন জানায়, কোন প্রকার কাগজপত্র ছাড়াই লোকালয়ে কৃষি জমি নষ্টকরে দীর্ঘদিন ধরে এ ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভাটাটি পানি দিয়ে গুড়িয়ে দেয়াসহ উৎপাদিত ইট ধ্বংস করা হয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর-৩ গাইবান্ধা জেলা ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপিস্থত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top