রংপুর চিনিকলের ২০১৯- ২০ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন

S M Ashraful Azom
0
রংপুর চিনিকলের ২০১৯- ২০ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের ২০১৯-২০ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে চিনিকলের ডোঙ্গা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এতে সভাপতিত্ব করেন রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম।

উলে­খ্য, চলতি আখ মাড়াই মৌসুমে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন ৮টি সাব-জোনের ৫ হাজার ,৫২১ একর জমিতে উৎপাদিত ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চলতি মৌসুমে মোট ৫৭ দিন বিরতিহীনভাবে আখ মাড়াই চলবে। এ থেকে ৩ হাজার ৮৫০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে শতকরা ৭.০ ভাগ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top