
সেবা ডেস্ক: নাগরিকত্ব বিল পাশের প্রতিবাদে প্রতিবেশি দেশ ভারতের আসামে চলমান বিক্ষোভে গুলি চালিয়েছে আসাম পুলিশ। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।
বৃহস্পতিবার আসামের গুয়াহাটি শহরে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে গুলি ছোঁড়ে পুলিশ। এতে বহুলোক হতাহত হন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এক মুখপাত্র দেশটির সংবাদমাধ্যম পিটিআই’কে জানান, পুলিশের গুলিতে নিহত ও আহত একজনকে তাদের হাসপাতালে আনা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তির মৃত্যু হয়।
বুধবার প্রতিবাদের মধ্যেই লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয় বিতর্কিত নাগরিকত্ব বিল। এতে ক্ষুব্ধ হয়ে উঠে আসাম ও ত্রিপুরা রাজ্যের আন্দোলনকারীরা।
বিক্ষোভ দমনে দুই রাজ্যে সেনা মোতায়েনে করে কর্তৃপক্ষ। গুয়াহাটিতে জারি করা হয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ। তবে বৃহস্পতিবার এ কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে জনতা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।