
সেবা ডেস্ক: হাদিসে পাকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কর্মের উদ্দেশ্যেই দোয়া ও আমল এর বর্ণনা দিয়েছেন।
নতুন জামা-কাপড় পরার ক্ষেত্রে আল্লাহর রহমত ও বরকত কামনায় হাদিসে দোয়ার উদ্ধৃতি দেয়া হয়েছে।
দুনিয়ায় প্রতিটি কাজেই রয়েছে বরকতময় দোয়া। যা কোরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে।
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) যখন নতুন কাপড় পরিধান করতেন তখন কাপড়ের নাম যথা- পাগড়ি, জামা অথবা চাদর ইত্যাদি উচ্চারণ করতেন। তারপর তিনি এই দোয়া পড়তেন। (শামায়েলে তিরমিজি, হাদিস : ৪৭)।
নতুন কাপড় পরার দোয়া:
উচ্চারণ : আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাওতানিহি, আসআলুকা খইরাহু ওয়া খইরা মা সুনিআ লাহু, ওয়া আউজুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু।
অর্থ : হে আল্লাহ! তোমারই জন্য যাবতীয় প্রশংসা। যেহেতু তুমিই আমাকে তা পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি, আরো কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে তার। আর আমি তোমার শরণাপন্ন হচ্ছি এর যাবতীয় অনিষ্ট থেকে এবং যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।