
বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত দু'জন আসামী আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
আটককৃত আসামীদ্বয় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশার রফিক আহমদের পুত্র আহমদ উল্লাহ (৩৪), পূর্ব চাপাছড়ির আবুল আহমদের পুত্র মু. দিদার হোসেন (৩৩)।
গত রবিবার (৫ জানুয়ারী) গভীর রাতে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার এর নির্দেশনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) রফিকুল হাসান ও তার সঙ্গীয় ফোর্স এএসআই বিক্রম চন্দ্র ভূইয়া, মাহফুজুর রহমান সহ বিশেষ অভিযান পরিচালনা কালে বাঁশখালী থানার মামলা নং-০৮(৩)১২, ধারা-৩২৩ পেনাল কোডভুক্ত আসামী আহমদ উল্লাহ ও চট্টগ্রামের পতেঙ্গা থানার মামলা নং-১৪(৭)১১ ধারা-৪৭১ পেনাল কোডভুক্ত আসামী মু. দিদার হোসেনকে আটক করেন।
থানা পুলিশের ওসি রেজাউল করিম মজুমদার জানান, দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামীদ্বয়কে গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম। আটককৃত ওই আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।