
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ যুব সমাজের উদ্যোগে চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল প্রতিযোগিতায় দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের হাজী শহিজল হক ১ম স্থান অর্জন করেছেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
এ সময় মুক্তিযোদ্ধা আফসার আলী, শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান দুদু, মুছা মিয়া , শাহজাহান মিন্টু ও তারেক মিয়া।
প্রায় ১০ হাজার মানুষ ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।