
সেবা ডেস্ক: খুলনা মহানগরীতে ভুয়া ‘বাংলা লায়ন ফোন ইন্টারনেট’ টাওয়ার স্থাপনকারী তিন জন প্রতারককে আটক করেছে র্যাব-৬।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় নগরীর খালিশপুর থানাধীন বয়রা মহিলা কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মেজবাহ উদ্দিন ঢালি (৪৫), মোঃ মহিউদ্দিন (৩৫) ও মোসাঃ সুমি আক্তার (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের কাছ থেকে বাংলা লায়ন ফোন ইন্টারনেট এর ৮ পাতার ফরম, ১০ পাতার চুক্তিপত্র, ৭টি মোবাইল ফোন, ১৫টি সীমকার্ড, ১টি মেমোরীকার্ড, ১টি ডেবিট কার্ড ও নগদ ৫ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়েছে। তারা পরস্পর যোগসাজসে ভূয়া ‘বাংলা লায়ন ফোন ইন্টারনেট’ টাওয়ার স্থাপন করার নিমিত্তে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদেরকে খালিশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।