প্রতি কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবে বিএনপি : ওবায়দুল কাদের

S M Ashraful Azom
0
প্রতি কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবে বিএনপি  ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। এ কারণে দলটি দাগী ও চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিটি ভোট কেন্দ্রে তারা পাঁচশ সন্ত্রাসী নিয়োগ করবে- এমন খবর আছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল। তারা দাগী ও চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচনে জনসমর্থন না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রতিটি ভোট কেন্দ্রে তারা পাঁচশ সন্ত্রাসী নিয়োগ করবে বলে জানতে পেরেছি। তারা নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে।’ এ সময় বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি।

দুই সিটি নির্বাচনে নিজ দলের প্রার্থীদের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আমরা ক্লিন ইমেজের দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।’

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, ‘আমরা আশা করছি, নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ সিনিয়র নেতাগণ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top