
সেবা ডেস্ক: সিনিয়র সচিব পদমর্যাদায় তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক তথ্য সচিব আবদুল মালেক। গতকাল বুধবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
আবদুল মালেক ২০১৮ সালের ১৮ মার্চ তথ্য মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেছিলেন। এরপর গত বছরের ৩০ ডিসেম্বর তিনি তথ্য মন্ত্রণালয়ের তথ্য সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।
তথ্য মন্ত্রণালয়ে যোগদান করার আগে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ছিলেন এ কর্মকর্তা।
এছাড়া তিনি দীর্ঘ ৩৪ বছর সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের সন্তান আবদুল মালেক।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।