বিধি না মানলে চলে যান, কূটনীতিকদের উদ্দোশ্যে পররাষ্ট্রমন্ত্রী

S M Ashraful Azom
0
বিধি না মানলে চলে যান, কূটনীতিকদের উদ্দোশ্যে পররাষ্ট্রমন্ত্রী
সেবা ডেস্ক: আসন্ন রাজধানীর ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের দেশে ফেরত যাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘আচরণবিধি না মেনে চললে আপনাদের বলবো দেশ থেকে চলে যান।’

বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কূটনীতিকিদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি ঢাকার সিটি নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা ব্রিটিশ হাইকমিশনে মিলিত হয়েছেন। এছাড়া বিদেশি বিভিন্ন কূটনীতিকরা বিরোধী দল বিএনপির সঙ্গে বৈঠক করা ছাড়াও ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের সঙ্গেও দেখা করেছেন। এ প্রসঙ্গেই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আচরণবিধি না মেনে চললে আপনাদের (বিদেশি কূটনীতিকদের) বলবো, দেশ থেকে চলে যান। কূটনীতিকরা নিজেদের কাজ বাদ দিয়ে আমাদের ডমেস্টিক (অভ্যন্তরীণ) ইস্যুতে নাক গলাচ্ছেন। এটা উচিত নয়। ডিপ্লোম্যাটরা কোড অব কন্ডাক্ট মেনে কাজ করবেন বলে আমরা আশা করি।’

এদিকে আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের কেউ যেন বেশি মাতবরি না করেন, সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হবে আদর্শ নির্বাচন। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন অত্যন্ত স্বচ্ছ হবে।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top