বায়ু আইন প্রণয়ন হচ্ছে: মন্ত্রী

S M Ashraful Azom
0
বায়ু আইন প্রণয়ন হচ্ছে মন্ত্রী
সেবা ডেস্ক: প্রকৃতির বায়ুমান উন্নত করতে নির্মল বায়ু আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সোমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিবেশ সচেতনতামূলক বার্তাসমৃদ্ধ বেলুন উত্তোলনের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, বায়ু, মাটি, পানি ও শব্দসহ সব ধরনের পরিবেশ দূষণরোধে কাজ করছে পরিবেশ মন্ত্রণালয়। বায়ুদূষণ রোধে গত এক মাসে ঢাকার আশে-পাশের ৯৯টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া ৯৩টি ইটভাটাকে ৩ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পলিথিন এবং প্লাস্টিকের বহুল ব্যবহার মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি করছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য সরকার নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এ ব্যাগের আবিষ্কারক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ড. মোবারক আহমদ খানকে দশ কোটি টাকা দেয়া হয়েছে।

দূষণ রোধে সারাদেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, কারণ মারাত্মক পরিবেশ দূষণ রোধের সবচাইতে কার্যকরী উপায় জনসচেতনতা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top