এ বছরই নিয়োগ হবে ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স

S M Ashraful Azom
0
এ বছরই নিয়োগ হবে ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স
সেবা ডেস্ক: চলতি বছরেই সারাদেশে নতুন করে অন্তত ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্সেস অব হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবার সব সুবিধা ভালোভাবে দেয়ার জন্য জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স ও অন্যান্য লোকবল প্রয়োজন। এ কারণে এ বছরই নতুন করে অন্তত আরো ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।

দেশের সব সরকারি হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ক্যান্সার হাসপাতালে গত মাসেই ২শ’ বেড থেকে ৫শ’ বেড করা হয়েছে। ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও যুক্ত করেন তিনি।

এছাড়া সব আইসিইউ এর বেডও দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পাশাপাশি ২৫০টি নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্ট্রোক চিকিৎসায় বিশ্বের বেশিরভাগ দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট স্থাপন একটি বিরল ঘটনা। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের হাসপাতাল ছাড়া কোথাও ১০০ শয্যার স্ট্রোক ইউনিট নেই। সুতরাং সরকারের এই মহতী উদ্যোগকে সবাই মিলে সর্বাত্মক সহায়তা করতে হবে।

অনুষ্ঠানের আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ঘুরে নতুন বেডগুলো দেখেন ও চিকিৎসারত রোগীদের সঙ্গে কথা বলেন।

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top