বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে ৫ দিন ব্যাপি ৩য় জামালপুর জেলা রোভার মুট উপলক্ষে মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উক্ত কলেজের উদ্যোগে মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক এবং বাংলাদেশ স্কাউট এর সভাপতি আবুল কালাম আজাদ।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও যুগ্নসচিব ড. মো. সিরাজুল ইসলাম, জামালপুরের ডিডিএলজি মোহাম্মদ কবির উদ্দিন,জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম. জামশেদ খোন্দকার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি গাজী মো. আমানুজ্জামান, কলেজের অধ্যক্ষ নূরজাহানর বেগম লাকী ও সাবেক সঅধ্যক্ষ হেলাল উদ্দিন খান সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।