
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের নিকট থেকে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন,মিল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম,প্রমূখ।
উল্লেখ্য যে,উপজেলার ২৮হাজার ৬৩৩ জন কৃষকের মধ্য উন্মুক্ত লটারীর মাধ্যমে ৯১০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষকের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ১ মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।