
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ২য় দফা শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় ফের জেলার মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় আবহাওয়া অফিস জানায়, কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা গোটা দেশে সর্বনিম্ন। তবে এ তাপমাত্রা আরো কমতে পারে বলে অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র জানিয়েছেন।
এদিকে, শৈত্য প্রবাহের সাথে হিমেল হাওয়ায় ঠান্ডার প্রকোপ বেড়ে গেছে। ফলে জনমানুষের দুর্ভোগ আবারো বৃদ্ধি পেয়েছে। গরম কাপড়ের অভাবে অত্যধিক শীত কষ্টে পড়েছে শিশুসহ বৃদ্ধরা।
সকাল থেকে সুর্যের মুখ দেখা না যাওয়ায় ঠান্ডার মাত্রা বেড়েই চলছে। কুয়াশা কম থাকলেও ঘন মেঘে আচ্ছন্ন গোটা জনপদ। আবারো বিপাকে পড়েছে এ জেলার নদী তীরের মানুষসহ শ্রমজীবীরা।
প্রথম দফা শৈত্য প্রবাহে জেলা প্রশাসন থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।