
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে দুর্নীতি বিরোধী রচনা,সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।
সাধুরপাড়া আলহাজ কছর উদ্দিন দাখিল মাদ্রাসার উদ্যোগে উক্ত মাদ্রাসায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন “এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের” সভাপতি ও মুক্তিযোদ্ধা আফসার আলী।
মাদ্রাসার সুপার মওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ খান, সহকারী শিক্ষক হারুনুর রশিদ, শিক্ষক ফরহাদ হোসেন , মোমেদ আলী, শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
বাংলাদেশে দুর্নীতির কারণ ও তার প্রতিকার নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, ইসলামী গান ও দেশের গান পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।