
বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদী মানিকপাড়া তাহসীনুল উম্মাহ আদর্শ বালিকা মাদরাসার প্রথম বার্ষিক সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) অনুষ্ঠিত বার্ষিক সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছিরাবাদ পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব আল্লামা শাহ্ নুর মোহাম্মদ। তাহসীনুল উম্মাহ্ বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হাসান এর সার্বিক পরিচালনায় প্রধান বক্তার আলোচনা করেন চট্টগ্রামস্থ পতেঙ্গা আলিয়া কামিল মাদরাসার অধ্যাপক আল্লামা মাহমুদুল হাসান। প্রধান আলোচকের আলোচনা করেন জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামীয়া চট্টগ্রামের মুহাদ্দিস ও পরিচালক আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী। বিশেষ বক্তার আলোচনা করেন- জামেয়া মাদানিয়া শোলকবহরের সাবেক শিক্ষক ইসলামী আইন ও গবেষণা বিভাগীয় প্রধান আল্লামা মুফতি মোছাদ্দেক হোছাইন, আনোয়ারা বখতেয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান মাও. ক্বারী শিব্বির আহমদ, জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মুফতি ও মুহাদ্দিছ আল্লামা শওকত বিন হানিফ, মাও. আহমদ বিন সালাম, মাও. ছগির হানাফি প্রমূখ ইসলামীক স্কলার ও গবেষক।
এসময় মাদরাসায় অধ্যয়নরত হেফজ বিভাগের কৃতিশিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগীতা, ক্বেরাত প্রতিযোগীতা, সর্ব্বোচ্চ প্রাপ্ত নাম্বারসহ এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।