
জামালপুর সংবাদদাতা : জামালপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের জনপ্রিয় এশিয়ান টিভি ৭ম বর্ষপূতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালিত হয়েছে ।
শনিবার (১৮জানুয়ারী) জামালপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এশিয়াান টিভির ৭ম বর্ষপুতি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বাখেন, আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন জামালপুর সদরের সংসদ সদস্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি , জেলা আওয়মীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.ওয়ারেছ আলী মামুন , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু , কবি সাংবাদিক সাযাযদ আনছারী জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোরাদুজ্জামান মোরাদ ও সরিষাবাড়ী উপজেরা প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির প্রমুখ ।
এসময় বক্তারা বলেন এশিয়ান টিভি স্বাধীনতার চেতনায় দেশের পক্ষে সর্বদায় কাজ করে এবং আগামীতে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করবে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।