রৌমারীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

S M Ashraful Azom
0
রৌমারীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠার পর দীর্ঘ ৭২ বছর পূর্ণ করল বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমে কেক কাটা হয়। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আনন্দ র‌্যালী শেষ হয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

শনিবার (৪ঠা জানুয়ারী) সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

এসময় গণশিক্ষা প্রতিমন্ত্রী তাঁর বক্ত্যেবে বলেন, ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতাকর্মীরা পরে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন ছাত্রলীগ। কাজেই মাদক মুক্ত করতে হলে সকল ছাত্রলীগ নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি হারুনর রশিদ, উপজেলা ছাত্রলীগের নেতা মাইদুল ইসলাম, মেহেদি হাসান মিতুন, জুয়েল আহমেদ, জাহিদ হাসান সুমন, মতিউর রহমান,আনোয়ার হোসেন হিমু, রাফিউজ্জামান হ্নদয়, ইসতে আরা ইলা, ফাহিম আবরার মাসুদ, জুয়েল আহমেদ জিল্লুর, সাবিব আহমেদ, বিপ্লব ও বেলাল।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top