
জামালপুর সংবাদদাতা : ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত বাস্তাবায়ন করতে জামালপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউডিসি উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসন এর আয়োজন করে।
এ উপলক্ষে ৬জানুয়ারী দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) এ,এইচ, এম লোকমান । বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধূরী , স্থানীয় সরকার উপপরিচালক করির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মর্কতাবৃন্দ ও বিভিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাজীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিতি ছিলেন
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।