
জামালপুর সংবাদদাতা : জামালপুরে সাংবাদিক শেলু আকন্দের উপর হামলকারী পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭জানুয়ারি সকালে দয়াময়ী চত্বরে এপেক্স ক্লাব অব জামালপুর এর আয়োজন করে। এপেক্স ক্লাবের সভাপতি আবু সায়েম সাদতের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদা প্রমুখ। এ সময় বক্তারা সাংবাদিক শেলু আকন্দের উপর হামলাকারী পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু সহ চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন জেলার কর্মরত সাংবাদিক নেতারা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।