দেওয়ানগঞ্জে গরু পালন ও কৃষি, কারিগরি দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে গরু পালন ও কৃষি, কারিগরি দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার ২৫ জানুয়ারী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ক্লাস্টার, সানন্দবাড়ীর আওতাধীন উত্তর জোয়ানেরচর গ্রাম সমিতির, গরু পালন  উৎপাদনকারী দলের সদস্যদের  গরু পালন ও কৃষি, কারিগরি দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অবহেলিত জনগোষ্ঠীর (হত দরিদ্র পরিবার নিয়ে) কাজ করে যাচ্ছে।
 এস ডি এফ এর আওতাধীন জেলা সমুহের গ্রাম পর্যায়ে কার্যক্রম করে যাচ্ছে।

উত্তর জোয়ানেরচর গ্রাম সমিতির সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি সকল সদস্যদের মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আহবান জানান।

উক্ত প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসডিএফ ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ জাবেদ আলী। তিনি সংগঠনকে শক্তিশালী করনের জন্য পরামর্শ দেন। প্রশিক্ষণের নিয়ম নীতি মেনে প্রশিক্ষণ করার জন্য পরামর্শ দেন।

এক দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর  এল এস পি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। তিনি উৎপাদনকারী দলের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও আলোচনা করেন, অধিক লাভবান হওয়ার জন্য, গরু নির্বাচন, গরুর বাস স্থান, গরুর খাদ্য প্রণালী, ইউএমএস তৈরি, গরুর রোগ বালাই, প্রতিরোধ, প্রতিকার ইত্যাদি সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করেন। সকল সদস্য গরু পালন সম্পর্কে অবগত হন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top