
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের শেরপুরের শ্রীবরদী উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শাজাহান আনসারীকে আহবায়ক ও নুরনবী আকন্দ সাদাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শেরপুর জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব মিসেস সুফিয়া বেগম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।