
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি ডিবি মোস্তাফিজার রহমান ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশের আইজিপি বিশেষ পুরুষ্কার-২০১৯ এর জন্য মনোনিত হয়েছেন।
এর আগে তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৭ জানুয়ারী-২০২০ তিনি পুরুষ্কারটি গ্রহণ করবেন বলে জানা গেছে।
ভালো কাজের স্বীকৃতিতে মনোনিত করায় আইজিপি , ডিআইজি রংপুর, পুলিশ সুপার গাইবান্ধা, এডিশনাল পুলিশ সুপার গাইবান্ধাদ্বয়ের, জেলার সকল অফিসার ইনচার্জ, এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবল সহকর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন ভালো কাজে যারা আমাকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকলাম। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ূ কামনা করে সঠিকভাবে দায়িত্বপালন নিজের জন্য দোয়া কামনা করেন ওসি ডিবি মোস্তাফিজার রহমান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।