বিদেশি কূটনীতিকদের আইন লঙ্ঘন না করার আহ্বান করলেন হানিফ

S M Ashraful Azom
0
বিদেশি কূটনীতিকদের আইন লঙ্ঘন না করার আহ্বান করলেন হানিফ
সেবা ডেস্ক: ঢাকা’র দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিদেশি কূটনীতিকদের আইন লঙ্ঘন না করার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, আপনারা আইন লঙ্ঘন না করে সীমার মধ্যে থেকে কাজ করবেন বলে আশা ক‌রছি।
শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিদেশি কূটনীতিকরা হস্তক্ষেপ করলে তা হবে অপমানজনক ও দুর্ভাগ্যজনক। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ করছি তাদের। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য বা হস্তক্ষেপ করবেন না সীমার মধ্য থেকে যতটুকু বলা যায় ততটুকুই বলবেন।

বিএনপি বাইরে থেকে সন্ত্রাসী রাজধানীতে এনেছে উল্লেখ করে হানিফ বলেন, বাইরের লোক ঢাকায় এনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছেন। নির্বাচন কমিশনকে বলবো, এ ব্যাপারে বিএনপিকে সতর্ক করতে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে পরিবেশ সৃষ্টি করবে নির্বাচন কমিশন।

আগামীকাল উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে হানিফ বলেন, জনগণ ভোট দেয়ার জন্য উৎসুক হ‌য়ে  অপেক্ষা করছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top