
সেবা ডেস্ক: পানামায় ধর্মীয় রীতির বিরুদ্ধাচরণ করায় সাতজনকে হত্যা করেছে ‘নিউ লাইট অব গড’ নামে একটি ধর্মীয় গোত্র। সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনগাবে-বাগলে এলাকার একটি গণকবর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার পাঁচ সন্তানও ছিলো।
রাজধানী পানামা থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত এনগাবে-বাগলে এলাকাটিকে মূলত ‘নিউ লাইট অব গড’ নামে একটি ধর্মীয় গোত্র নিয়ন্ত্রণ করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের ১০ জনকে গ্রেফতার করেছে।
দেশটির প্রসিকিউটর রাফায়েল ব্যালোয়েস জানান, গত সপ্তাহে এলাকাটির স্থানীয় লোকজন গোত্রটির বিরুদ্ধে একাধিক পরিবারকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার অভিযোগ আনে। এরপরই অভিযান চালিয়ে এই গণকবরের সন্ধাণ পাওয়া যায়। এছাড়া আটকে রাখা ১৫ বন্দিকেও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধর্মীয় এই গোত্রটির রীতির বিরোধীতা করার কারণই তাদের হত্যা করা হয়েছে। গোত্রটির নিয়মানুযায়ী তাদের কোনো রীতির বিরোধীতা করা মানেই পাপ। নিহতরা পাপের প্রায়শ্চিত্ত না করায় তাদের হত্যা করা হয় ও পরে একসঙ্গে সবাইকে কবর দেয়া হয়।
এ ঘটনায় এরমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।