বাংলাদেশকে সিঙ্গাপুরের আদলে গড়তে চাই: বললেন এলজিআরডি মন্ত্রী

S M Ashraful Azom
0
বাংলাদেশকে সিঙ্গাপুরের আদলে গড়তে চাই বললেন এলজিআরডি মন্ত্রী
সেবা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার আদলে গড়ে তুলতে চাই। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহুমুখী উন্নয়নের কারণে দেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সেতু ও ইছাখালি সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০৪১ সালে দেশ কেমন হবে এরইমধ্যে সেই পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এটা বাস্তবায়ন করতে রূপরেখা তৈরি করা হয়েছে।

নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-১ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য প্রমুখ।

২০১৬ সালে রূপগঞ্জের মুড়াপাড়া-কায়েকপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর ৭৬ কোটি টাকা ব্যয়ে ৫৭৬ মিটার দৈর্ঘে্যর গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

একই সময়ে ইছাপুরা এলাকায় ৩৯ কোটি টাকা ব্যয়ে ৩২০ মিটার দৈর্ঘে্যর ইছাপুরা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এরইমধ্যে সেতু দুইটির নির্মাণ কাজের ৯৮ শতাংশ শেষ হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top