
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরীন, আওয়ামী লীগ নেতা সাকাওয়াত হোসেন সাকা , ব্যবসায়ী জুয়েল হাজারী সহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবার এক হাজার ৫৪৩ জন কৃষক এক টন করে আমন ধান ২৬ টাকা কেজি দরে উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করবেন। এর আগে শুক্রবার লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।