
জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর হরিণধরা মডেল স্কুল ডিগ্রীর চর শাখার শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শনিবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রাজেশ কুমার পাল গুরুদাশ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক আব্দুল্লাহ আল লোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জামালপুর সদর উপজেলার সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান, চরগোয়ালীনী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, চরপুটিমারী সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, হরিণধরা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন রঞ্জু, হরিণধরা মডেল স্কুল এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাসুদ, ডিগ্রীরচর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, চরপুটিমারী ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, হাজী মোতালেব, মোরশেখ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।