
সেবা ডেস্ক: চুনারুঘাটে ৩ হাজার ৯১৩ কেজি ভারতীয় নিম্নমানের চাপাতা জব্দ করেছে সিআইডি। এ সময় দুটি পিকআপ ভ্যানসহ দুইজনক আটক করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে জেলা সিআইডি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলা দক্ষিণ দেওরগাছ গ্রামের রমিজ আলীর ছেলে মো. রতন মিয়া (১৮) ও একই উপজেলার কালিসিঁড়ি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া (২২)। তারা দুজনই পিকআপ চালক। তবে এ সময় মূল পাচারকারীরা পালিয়ে যায়।
এর আগে শুক্রবার ভোররাতে চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগান এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সিআইডির পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক হবিগঞ্জের খবর কে জানান- শুক্রবার ভোররাতে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে দুটি পিকআপ চাঁনপুর বাগান দিয়ে যাচ্ছিল। এ সময় সিআইডি পুলিশ পিকআপ দুটি আটক করে চোরাই চা পাতা পায়। পরে গাড়ির দুই চালককে আটক করলেও পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত চা পাতার বাজার মূল্য ১১ লাখ ৭৩ হাজার ৯শ’ টাকা বলে জানায় সিআইডি।
এ ব্যাপারে সিআইডি পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।