
সেবা ডেস্ক: আসন্ন এসএসসি/সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক প্রতারককে গ্রেফতার করে র্যাব-১৪। গ্রেফতার হওয়া ঐ প্রতারকের নাম মো. সুজন মিয়া (২০)। আজ ৩০ জানুয়ারি দুপুরে র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি চালকলের সামনে থেকে এসএসসির ভুয়া প্রশ্নপত্র প্রতারকচক্রের সদস্য সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সুজন গোপীনাথপুর গ্রামের কালু মিয়ার ছেলে। তার কাছ থেকে আসন্ন ২০২০ সালের এসএসসির বিভিন্ন বিষয়ের অনলাইন মেসেঞ্জারে ভুয়া প্রশ্নপত্র ও একটি মুঠোফোন সেট উদ্ধার করেছে র্যাব।
র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, সুজন মিয়ার বিরুদ্ধে এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।