
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ম্যানকেয়ার দলের মাসিক সেশন এর আয়োজন করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলা, ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন। জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে ম্যানকেয়ার দলের "আমাদের পরিবারের স্বপ্ন" সেশন করা হয়।
উক্ত সেশনে নুরুল ইসলাম কেঢ় সভাপতি নির্বাচন করে, তার সভাপতিত্বে সেশনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
সভাপতি উপস্থিত সদস্যদের সাথে কুশল বিনিময় করে প্রকল্পের নিয়ম মেনে কাজ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উক্ত সেশনে উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত কমিউনিটি ফ্যাসিলিটেটর(সিএফ) মোঃ ফরিদুল ইসলাম ফরিদ।
উক্ত সেশনে সিএফ ফরিদ উপস্থিত সদস্যদের মাঝে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
তিনি পুরো সেশনে “আমাদের পরিবারের স্বপ্ন ” নিয়ে আলোচনা করেন।
যেমন,
★ আমরা আমাদের পরিবার নিয়ে কি রকম স্বপ্ন দেখি?
★ আমরা আমাদের পরিবার কেমন দেখতে চাই?
★ আমাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে কি স্বপ্ন দেখি?
★ আমাদের সংসার নিয়ে কি স্বপ্ন দেখি?
★ আমি সমাজের কাছে কেমন হতে চাই?
★ স্বপ্ন বাস্তবায়ন করতে আমাকে কি কি কাজ করতে হবে?
আলোচনা, পর্যালোচনার ও উপস্থাপনা এবং রোল প্লে এর মাধ্যমে উক্ত সেশন পরিচালনা করা হয়।
এর পরে একইভাবে গোয়াল কান্দা কমিউনিটি ক্লিনিকের আওতাধীন পান্তামারী পশ্চিম পাড়া গ্রামে ম্যানকেয়ার দলে আমাদের পরিবারের স্বপ্ন নিয়ে মাসিক সেশন এর আয়োজন করা হয়।
উক্ত সেশনে পান্তামারী ম্যানকেয়ার দলের সভাপতির সভাপতিত্বে সেশনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
উক্ত সেশনেও আমাদের পরিবারের স্বপ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, দায়িত্ব প্রাপ্ত সিএফ সুফিয়া খাতুন।
এসময় উক্ত দলের সভাপতি সহ সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।