লাল বিকিনিতে নিয়া’র রেড হট অ্যালার্ট

S M Ashraful Azom
0
লাল বিকিনিতে নিয়া’র রেড হট অ্যালার্ট
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।

সেবা ডেস্ক: লাল রঙের বিকিনিতে হাজির হলেন নিয়া শর্মা৷ জলে নেমেই করলেন ফটোশ্যুট৷ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়া শর্মা শেয়ার করেন সেই ছবিও
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।

নাগিন ৪-এর শ্যুটিং থেকে সময় বের করে ফটোশ্যুট করেন নিয়া শর্মা৷ একতা কাপুরের ডেইলি শোপের নায়িকার এই বোল্ড অবতারে কুপোকাত হয়ে পড়েছেন নেটিজেনরা 
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।

জলে নেমে ফটোশ্যুট করে নতুন বছরকে আহ্বান জানান নিয়া৷ ২০১৯ সালের যত দুঃখ, চিন্তা, ভাবনা ছিল, তার সবকিছুকে আবছা করে ২০২০ সালে এভাবেই নিজেকে সাজিয়ে তুলুন বলে ইনস্টাগ্রামের ছবিতে ক্যাপশন দেন নিয়া 
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।

নিয়ার এই ফটোশ্যট দেখে নেটিজেনদের এাংশ ট্রোল করতে শুরু করলেও, নিয়া একেবারেই তাতে পাত্তা দেননি৷ উলটে তিনি নিজে যেমন, সব সময় তেমনই থাকতে চান বলে জানান নিয়া 
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।
দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।।

নাগিন ৪-এ নিয়া শর্মাদের দেখা গলেও বালাজি টেলি ফিল্মসের কর্ণধর একতা কাপুর ইতিমধ্যেই নাগিন ৫-এর জন্য অডিশন শুরু করে দিয়েছেন৷ নাগিন ৫-এর জন্য গোয়ায় করিশ্মা তন্না, নেহা ভাসিন এবং অনিতা হাসনন্দানি-দের অডিশন নিয়ে ফেলেন একতা


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top