 |
| দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।। |
সেবা ডেস্ক: লাল রঙের বিকিনিতে হাজির হলেন নিয়া শর্মা৷ জলে নেমেই করলেন ফটোশ্যুট৷ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়া শর্মা শেয়ার করেন সেই ছবিও
 |
| দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।। |
|
নাগিন ৪-এর শ্যুটিং থেকে সময় বের করে ফটোশ্যুট করেন নিয়া শর্মা৷ একতা কাপুরের ডেইলি শোপের নায়িকার এই বোল্ড অবতারে কুপোকাত হয়ে পড়েছেন নেটিজেনরা
 |
| দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।। |
|
জলে নেমে ফটোশ্যুট করে নতুন বছরকে আহ্বান জানান নিয়া৷ ২০১৯ সালের যত দুঃখ, চিন্তা, ভাবনা ছিল, তার সবকিছুকে আবছা করে ২০২০ সালে এভাবেই নিজেকে সাজিয়ে তুলুন বলে ইনস্টাগ্রামের ছবিতে ক্যাপশন দেন নিয়া
 |
| দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।। |
|
নিয়ার এই ফটোশ্যট দেখে নেটিজেনদের এাংশ ট্রোল করতে শুরু করলেও, নিয়া একেবারেই তাতে পাত্তা দেননি৷ উলটে তিনি নিজে যেমন, সব সময় তেমনই থাকতে চান বলে জানান নিয়া
 |
| দিয়া শর্মা’র ইন্সটাগ্রাম প্রোফাইল নেওয়া ছবি।। |
|
নাগিন ৪-এ নিয়া শর্মাদের দেখা গলেও বালাজি টেলি ফিল্মসের কর্ণধর একতা কাপুর ইতিমধ্যেই নাগিন ৫-এর জন্য অডিশন শুরু করে দিয়েছেন৷ নাগিন ৫-এর জন্য গোয়ায় করিশ্মা তন্না, নেহা ভাসিন এবং অনিতা হাসনন্দানি-দের অডিশন নিয়ে ফেলেন একতা
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।