
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভ‚মি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা তাদের পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টার কর্ম বিরতি পালন করেন।
এসময় তারা ইউএনও কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা সৈয়দ আসাদুজ্জামানের সভাপতিত্বে তাদের পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণে বক্তব্য রাখেন সিএ কাম ইউডিএ জোবায়ের হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাইবান্ধা জেলা শাখার কার্যকরী সদস্য আতিকুর রহমান আতিক, সাঁটমুদ্রাক্ষরিক আমিনুল ইসলাম, সাজিয়া আফরিন প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।